আমি যখন ছোট্ট সোনা
মা মনির কোলে,
ক্ষুধা পেলেই খাইয়ে দিত
যায়নি কখনো ভুলে।


কান্না পেলে আদর দিত
দিত গালে কিস,
বিনিময়ে চায়নি কিছুই
নেয়নি কোন ফিস।


এতো আদর মায়ের মনে
দিত সোহাগ ভরে,
যখন তখন ভালবাসে
নিত আপন ক্রোড়ে।


উদার মনা মা মনিটা
সদাই ভালবাসে,
অসুখ বিসুখ হলে পরে
জড়িয়ে থাকে পাশে।


যখন তখন স্নেহে ভুলায়
মাথায় দিয়ে হাত,
আশীর্বাদে ভরিয়ে দেয়
সকাল দুপুর রাত।


মায়ের সুখ আমার সুখ
এটাই আমি জানি,
মায়ের দেয়া সকল আদেশ
অক্ষরে অক্ষরে মানি।


মা আজ নেইকো ধরায়
আছে স্বর্গ কোলে,
যেথায় আছ যেমন আছ
যেও না আমায় ভুলে।


মাগো তুমি স্বর্গে বসে
করো আশীর্বাদ,
আমি যেন এ জগতে
গড়ি প্রেম প্রাসাদ।