ডিজিটালের সময়টা বেশ ভাবেন বসে বোস,
ছেলে মেয়ে প্রেম করবে সে করলেই দোষ?
প্রেম তো সবার জন্যই নেই করতে মানা,
সবাই করবে শত প্রেম আমি চাইলেই নানা।
পাশের বাড়ির শিউলীর রূপ দেখতে ভারি মিষ্টি,
ছলা কলা করে হলেও করবে প্রেমের সৃষ্টি।
কিন্তু কি যে করি ..
বয়সটা নাহয় লুকানো গেল টাকটা কি করি?
হঠাৎ মাথায় বুদ্ধি এল পর চুলাটা নিই পরি।
শিউলী উঠল কলেজ বাসে বসল পাশে বোস,
শিউলী প্রেমে মনটা তার, লাগছে বেশ জোস।
হঠাৎ চোখ আটকে গেল শিউলীর ফোনের ছবি,
সেই ছবিটি নয়তো কারোর, তারই ছেলের রবি!
মি.বোস রেগে এবার করছে ফোঁস ফোঁস।
এমন প্রেম মাথায় এল খুলল তার হুঁশ।
এক ধমকে বাস থামিয়ে ছুটল বাড়ির দিকে,
প্রেমিক প্রেমিক মনটা তার এক নিমিষে ফিকে।
ভাবেন বসে মনের কষ্টে আর নয়তো ভাব,
মনটা হোক প্রেমে পাগল চাপা থাক স্বভাব।


বোস ভাবেন..
কতটা বছর নিঃসঙ্গতায়৷ বৌ করেছে একা,
সবই আজ কুয়াশা ঢাকা মন করে খাঁ খাঁ।


এবার বোস পণ করেছে আর নয় মিছে খেলা,
এই জীবনে আর নয় কেহ চলবে পথ একেলা।