চোরের বংশে যার জন্ম
তারাই চোর আজন্ম।


রক্তে তাদের খাদ্যের অভাব
পেট কভু ভরে নাকো
এটাই তাদের নিত্য স্বভাব।  


খাই খাই যা পাই
গোগ্রাসে গিলি,
অন্ধকারের নিভু আলোয়
ঘুরে অলিগলি।


এরাইতো দেশের গোলা,
দশের গোলা করে খালি,
বুঝেনা৷ এরা কতটা অসম্মান
মাখছে মুখে চুনকালি।


হাইরে মানব তোমার লজ্জা
কোথায়? কোথায় তোমার জন্ম?
আর কত উলঙ্গ হবে, হবে বিবস্ত্র
নোংরা পোশাকে ঢাকবে অঙ্গ?