পাশের বাড়ির ময়না
     কথায় কথায় বায়না।


    বড় বেশী মেজাজী
      একটুতেই মর্জি।


      যা পায় তাই খায়
     অল্পতেই হায় হায়।


     মিষ্টি তার খেতে মানা
   এটাই তার প্রিয় খানা।


      দেহখানি গোলগাল
    খাবারে সে বেসামাল।


       প্রতিদিন আবদার
(ভাত খাবে) সাথে ঝোল পাবদার।


    একদিন ঘরে না হলে রান্না
হাত পা ছুড়ে সে জুড়ে দেয় কান্না।


        রাগে সে গড় গড়;
        ভাঙ্গচূর রাত ভর।


       সবাই তাকে পায় ভয়
         এই নিয়ে সংশয়।


        চরিত্রে সে আলসে
   তবুও সবাই তাকে ভালবাসে।