মন আজ দোটানায়
উড়ে যায় অজানায়,
দেহখানি পড়ে থাকে বেদনায়।


মন আজ দোটানায়
উড়ে চলে দিক দিগন্তে দু ডানায়,
দেহখানি নিস্তব্ধ নিথর আশাহীন জীবনের তিক্ত বিশাদ ভাবনায়।


মন আজ দোটানায়
মেঘ হয়ে মেঘালয় কখনো বা হিমালয়,
দেহখানি পড়ে রয় কোন এক নিরালায়।


মন আজ দোটানায়
নানা রকম সাধনায়,
দেহখানি নিভৃতে ভোগে নানা রকম প্রেষণায়।


মন আজ দোটানায়
থাকে নানা বাসনায়,
দেহখানী পড়ে থাকে তবু চলে অযাচিত প্রেরণায়।