নীল গগনে তারার মেলা
পূর্ণিমা চাঁদ করছে খেলা
জোনাক জ্বলে বাঁশ বাগানে
রাখাল দূরে মাতে গানে।
ঝিঁ ঝিঁ পোকা তুলছে সুর
এইতো হবে নতুন ভোর।
নব সুখ প্রত্যাশী মন
স্বপ্ন দেখে আবেশী নয়ন।
প্রভাত রবি পূর্বাকাশে
পাওয়ার সুখে মনটি হাসে।
দিন ফুরিয়ে রাত্রি আসে
অবসাদ মন অবকাশে।