অব্যক্ত আকাশ যখন গুমরে মরে তখন তেজষী সূর্য নিরুপায়, তার নিস্তেজ আলোয় পিপাসু ধরনী হয়না তৃপ্ত।


রঙের মাসরুম নিয়ে হয়তো কখনো কখনো মেঘেদের সাথে এঁকেবেঁকে উঁকি দেয় রং ধনু তার অনুপম মাধুরিমায়। গগন জুড়ে তার লালিত রূপ হয় উদ্ভাসিত, কেঁদে কেঁদে হাসে পৃথিবী।


কখনো কখনো বৃষ্টির আনাগোনা ছাপিয়ে উঠে নীরব বাতাস। দোলে উঠে সবুজের ডালপালা নাম না জানা লতাগুল্ম।


উচ্ছাস জাগে শুকনো নদীর তলদেশে। যে জলের ফোয়ারা প্রখর রৌদ্র তাপে কেড়ে নিয়েছিল তার অস্তিস্ত্ব? নিয়তি আবার এসে দেয় হাতছানি মিলনেই যেনো বিহ্বল।


তবুও মনাকাশে যেনো চৈত্রের তপ্ত দহন, হয়তো এ আকাশ জুড়ে জমে উঠবে না মেঘ বৃষ্টির দুরন্ত খেলা...


যদিও প্রকৃতি নীরব ঘন কুয়াশার চাদরে ঢাকা সবুজাভাব...


নিস্তেজ সূর্যের নির্জীব আলো এভাবেই কুরে খায় শীতের সকাল...


মন ভাবে অহেতুক বিচ্ছেদ....