লাল টক টকে রক্ত স্রোত
দেখো যুবকের ললাটে,


আর কত দেখব রক্ত মিছিল
সারিবদ্ধ মানব হৃদয় ক্ষতে??


পুঞ্জিভূত ব্যথারা গুমরে গুমরে কাঁদে নিরালায়
ক্ষয়ে ক্ষয়ে যায় সুখ স্মৃতিটুকু বেদনায়
কেবলই নিরাশা পেয়েও হারাই..


আর কত রক্ত মিছিল দেখব
ঐ সারিবদ্ধ মানব হৃদয় ক্ষতে???


প্রশ্ন মনে জানাই ধিক্কার
এরই নাম স্বাধীনতা???


স্বাধীন দেশের সভ্য সমাজের
এই তার প্রতিদান??


কতটা রক্তের বিনিময়ে তুমি এসেছিলে
হে স্বাধীনতা বাংলার মাটিকে করে আলিঙ্গন
এই তার পরিনাম?


আজও প্রাণ বন্ধি আমার গুটি কয়েক
বখাটের হাতে, নয়ত পিঁচঢালা রাস্তায় ঐ
বিক্ষিপ্ত উন্মাদ যন্ত্র চালকের চাকার পিষ্টনে..


আর কতবার থেঁথলে যাব আমি!
আর কত লাশের সারি করবি সুশোভিত!
আর কত রক্তের স্রোত দেখবি
তোর ঐ হায়েনা চোখে???


     হে ঘাতক বলবি কি একবার???


     প্রশ্নটা রেখে গেলাম তোর হাতে..



এইতো সেদিন যারা পিঁচঢালা রাস্তায় কিছু অর্থ লোভী স্বার্থপর মানুষের ভুলে প্রাণ নাশ হয়েছিল আর প্রতিদিন যারা এভাবেই কোন না কোন ভুলে মৃত‌্যুবরণ করছে রাস্তাঘাটে তাদের চরণে উৎসর্গ করলাম আজকের এই কবিতাটি।