উত্তপ্ত হৃদয় যার পরশে হয়েছিল
শান্ত সে-ই ছিল গত রাতের সাথী।


ওর স্নেহার্ত শীতল পরশ করেছিল
মুগ্ধ। যার অপেক্ষায় চাতক সেজে
গুনেছিলাম প্রহর সেই এসেছিল
প্রচন্ড আক্রোশে ভিজিয়ে দিয়ে
গেছে মাটির বিছানা।


তার উজ্জ্বল ঝলকানিতে
মেতেছিল ভুবন।


লকলকে তৃণ যে মৃত্যুর দিন গুনছিল
সেও পেয়েছিল জীবন।
কত অপূর্ব ওর আগমন।


হে সোহাগী বৃষ্টি তুমি বারবার
এসো তাপিত জীবন করো পূণ্য
তোমারই পবিত্র জলে।