আজ সারাদিন বৃষ্টি ছিল বলে
সূর্য তোমার শ্রীমুখ দেখি নাই;
সবুজ সরলা কচি ডগাদের ফাঁকে,
তোমার উজ্জ্বলতা দেখি নাই।
দেখি নাই তোমার সৌরদীপ্ত মুখ
উড়ন্ত মেঘ বালিকাদের আশে পাশে।
তোমাকে দেখি নাই দুষ্ট মিষ্ট
সরলতার ভাঁজে;
কিংবা তীক্ষ্ণ রশ্মি পাতে।
সুর্য তোমার প্রখরতা কেবলই পোড়ায়;
তবুও তোমায় চাই এ হৃদয় আঙ্গিনায়।
তোমার তপ্ত স্বাদ করি আস্বাদন;
আমি বৃষ্টি বলে...
সূর্য তুমি যে জীবন আন মেশে বৃষ্টি জলে মৃত্তিকায়।
চল না হারাই..
তুমি সূর্য বলে তাই আমি হলাম বৃষ্টি;
দুজন দুজনায় ভালোবেসে হোক না নতুন সৃষ্টি।