সময় বদলে দেয় জীবনের রং


এইতো সেদিন সোনালী সূর্যের প্রখরতায়
মায়াবী কচি পাতারা সবুজে সবুজে ছেয়ে
ছিল লতাগুল্ম, তার টলটলে  চিরহরিৎ রূপ
যৌবন আকৃষ্ট করতো গো গ্রাসী প্রাণ।


আজ তার অঙ্গ ছুঁয়ে মধ্যাহ্নের কটাক্ষ রবির
তীব্র দহন, ছারখার করে ভিতর বাহির,  
বিবর্ণ করে তার জৌলুস।


পরন্ত বেলার অস্তগামী কিরণ কেবলই টানে
মহাশূন্যের অনন্ত গভীরে। হয়তো মিশে রবে
প্রকৃতির মায়ায় নয়তো চাতক চৈতন্যে আহাজারি...


বাষ্পের ফোঁটায় ফোঁটায় কান্নার নোনা জল করে তোলপাড়...