স্মৃতিগুলো এমন কেন হারিয়ে যায় বনে?
কিছু স্মৃতি অসময়ে ঝাঁপিয়ে পড়ে মনে।


কিছু স্মৃতি বিলাত ঘুরে পঙ্খীরাজে চড়ে
কিছু স্মৃতি ঝড়ের রাতে এমনি চাপা পড়ে।


কিছু স্মৃতি রঙ মাখানো ভোলা যায় না তারে
কিছু স্মৃতি আবোল তাবোল তাড়াই বারে বারে।


কিছু স্মৃতি যুদ্ধ করে নিজ রাজ্য শাসন জুড়ে
কিছু স্মৃতি আতঙ্ক ছড়ায় মধ্যরাতের ডোড়ে।


কিছু স্মৃতি প্রভাত বেলায় স্বপ্ন হয়ে ভাসে
কিছু স্মৃতি যখন তখন খিলখিলিয়ে হাসে।