সূর্য মামা প্রতাপশালী
চাঁদনী মাসি নরম,
নরম মাসির পরম ছোঁয়ায়
গরম মামার মরণ।


রাতের রানী চাঁদনী মাসি
ছড়ায় মৃদু আলো,
সূর্য মামা দিনের রাজা
দূর করে দেয় কালো।


তবুও মামার পরাশক্তি
চন্দ্র নিল কেড়ে,
অসহায় বীর প্রতাপী
আসেনি তখন তেড়ে।


ক্ষীণ শক্তি চাঁদনী মাসি
কয়েক মিনিটের বড়াই,
তাই বলে কি সূর্য মামা
চাঁদনী মাসিকে ডরায়?


জগতের এই নীলাখেলায়
হয়তো কারো ক্ষয়,
ন্যায়পরায়ণ সত্য জীবন
করেনা কারো ভয়।


ছবি ফেইসবুক Western Facebook friends page