তোমার কাছে
চেয়েছিলাম একটি শুভ্র সকাল,
উদিত সূর্যের দ্যুতি ছড়ানো
পৌষের কুয়াশা মাখা।


তোমার কাছে
চেয়েছিলাম বিদায়ী শীতে
পাতা ঝরা ডালে দুরন্ত
টুনটুনির ছুটোছুটি আর
ফিঙেদের কিচির মিচির।        


তোমার কাছে
চেয়েছিলাম শরত প্রভাতে
শিউলির সৌরভ আর মধ্য দুপুরে
দূর্নিবার মেঘেদের চিরন্তন কোলাকুলি।


তোমার কাছে
চেয়েছিলাম একটি নির্ভেজাল
মনের দুঃখ ভোলা স্নিগ্ধ হাসি।


চেয়েছিলাম...
একটি পড়ন্ত বিকেল, গোধূলি বেলায়
অগোছালো স্বপ্নের ভাঁজ ভেঙ্গে পাশাপাশি
এঁকে যাব আল্পনা গেয়ে যাব গান।
অসম্পূর্ণ চাওয়া
অধরা স্বপ্ন
আজ চোখ বুজে...
তুমি আমি সুদূরে রেখা টানি
কল্পনার রঙ ঘেমে ঘেমে বৃষ্টি।