রাতের আকাশে মেঘেদের গর্জন
ফুসলিয়ে উঠে মন থেকে থেকে৷
আতঙ্ক মনে দেখি বৃষ্টি বর্ষণ,
কবিতা তুমি এলে আমারই হৃদয় ভবনে
আমি তোমাকেই চাই অনন্ত অনন্তকাল জুড়ে।
ভাসাও তুমি আমারই মন ভাবনার জলে।
তুমি সুগন্ধ ছড়াও বসন্ত অবসন্তে..
তোমার নিদারুন সৌরভ মাখি সমগ্রঃ অবয়বে।
তুমি সুদর্শন উত্তাল করো মন আমারই।
আমি উন্মাদ, আমি ভয়ঙ্কর,
আমি প্রবল আক্রোশে ছিনিয়ে আনি তোমার
গোপন হৃদয়ের সবটুকু ভালোবাসা।
তুমি প্রেম, তুমি আত্মা, তুমি সুখ
অনন্ত... অনন্তকাল জুড়ে আমি যে
তোমারই প্রেয়সী...