একতরফা পৃথিবীটাকে গ্রাস করে বসে আছে
কোন এক অজানা শত্রু।
নিরবে ক্ষত-বিক্ষত করে যাচ্ছে পৃথিবীটাকে
দিন,মাস,বছর পেরিয়ে যাওয়ার উপক্রম
তবু নিরব ঘাতক থামছেই না।


একটা অন্তহীন অপেক্ষার প্রহর গুনছে
        সারা পৃথিবী,
যে অপেক্ষার পথ ফুরাচ্ছে না
চলছে তো চলছে......।
হাজারো কষ্ট নিয়ে মানুষ বেঁচে আছে
শুধু পৃথিবীটাকে ভালোবাসে বলে।


অপেক্ষা, যদি সুস্থ হয়ে ওঠে প্রিয় শহরটা
যদি কাছে আসার ভয় ভেঙ্গে ফিরে আসে
       প্রিয় মানুষটা।


অথৈজলে থৈ থৈ করছে চারপাশ
ডুবন্ত রাস্তায় হাটছে কৃষকেরা
খেতের ফসলে পরিপূর্ণ জল,
ছুঁই ছুঁই পানির সাথে লড়াই করে
এখনো বেঁচে  আছে আউশ-আমন।


মানিক মিয়ার পাট,সে-তো ক'দিন
আগেই পানির নিচে ডুবে গেছে।
রহিমের জিঙ্গে গাছের লতা
পানির সাথে ভাসছে।
অনেকের ঘর বাড়ি ডুবেছে পানির জোয়ারে,
স্রোতে ভেসে যাচ্ছে কারো কারো ঘর।
নদীর স্রোতে হারিয়ে গেছে ছকিনা বিবির
৫ বছরের সেই এতিম ছেলেটি।
ছেলের শোকে পাথর হয়ে আছে ছকিনা বিবি
কদিন আগেই বাবা মারা গেছে তার
    করোনা ভাইরাসে।


একটি থমথমে অবস্থা পৃথিবীর
অসহায় মানুষ দু-হাত তুলেছে
    বিধাতার কাছে,
   প্রাথনা তাদের শত।
একতরফা পৃথিবীটা গ্রাস করে আছে
নীরব ঘাতক শত্রুরা,
একটি অন্তহীন অপেক্ষার প্রহর গুনছে
       সারা পৃথিবী
যে অপেক্ষার পথ ক্রমশ বাড়ছে,
বেড়েই চলেছে.......।
অপেক্ষা, যদি সুস্থ হয়ে ওঠে প্রিয় দেশটা
যদি সুস্থ হয়ে ওঠে প্রিয় শহরটা
ভালোবাসারা যদি ফিরে আসে
      বাঁধন ভেঙ্গে,
              অপেক্ষা..।