সময়ের ক্রান্তিলগ্নে নিস্তব্ধ পৃথিবী
একটি অনুজীবের কাছে,
অশান্ত পৃথিবী মাথা নুয়েছে আজ
প্রভু তোমার পদতলে।


অশান্ত বাজির তীব্র তেজ
নিস্তব্ধ আজ অবনী,
উত্তাল অস্তিরাতার ঢেউ
বিনয়ে যাচ্ছে ভেসে
প্রভু-একটি অনুজীবের কাছে।


দু-হাত তুলে অসহায় আত্মসমর্পণ
খোদা তোমার দরবারে
মানুষের আর্তনাদে
খোদার আরশ ওঠে কেপে।


যেটুকু অবশিষ্ট থাকে
নরম রোদের নিষ্পাপ হাসি
প্রতিটি শিশির বিন্দু,
দীর্ঘশ্বাস মিশে হয় মোনাজাত
এবার যাদি থামে খোদার আযাব।