আমি সর্বদা একা থাকি
নিস্তব্ধ মায়ার সুরে একাকীত্বে ভুগি
বন্ধু নেই বলে এক গতিহীন নদী।
সঙ্গী ছাড়া কত যে প্রহর গুনেছি!
অসীম সাহসে সময় বাহিত করেছি
অবলা প্রাণী তাই অবহেলিত রয়ে গেলাম।
মুমূর্ষু রোগীর মতো পড়ে থাকাটা বিদ্দস্থ
আজ কোনো বন্ধু নাই আমার!
শুঁকনো কাঠের মতো চলাচল বন্ধ
যার প্রয়োজন সে তখন ব্যবহার করে
নির্জনে পড়ে থেকে শূন্যের দাশ হয়ে গেছি।
তাই আমার বন্ধু নাই!
কোলাহলে গোধূলি লগ্নে পাইনি কোনো আনন্দ
অশ্রু জলে স্নান করে করে বন্ধুর খোঁজ পেয়েছি
পৃথিবীর যে কোনো জায়গায় আমার সঙ্গী হয়ে থাকবে।
এমন কি পরকালে ও"
ঘন কুয়াশার মাঝে,নিঝুম আঁধার রাতে, ছেড়ে যাবে না কখনো।
আর আমি চাইলেও তাকে দূর করতে পারবো না
নির্জন কোনো জায়গায় বসে ধ্যান বিস্তার করবো
সেই নিস্তব্ধতা একাকিত্বা আমার কেবল পথ চলা সঙ্গী।
কোনো বন্ধু নাই!
ক্লান্ত মন হাহাকার করছে ক্লেদিত সুরে
ভাগাভাগি করে নিবে আমার দুঃখকে
নিয়মিত আমাকে খোঁজ করবে ভালবাসবে
বলবে তোর কোনো ভয় নাই, আমি আছি
এমন কোনো বন্ধু নাই।