শুয়ে বসে দিন যে কাটে বলে সবাই আলসে
কাজের কথা শুনলে পরে মাথা থাকে ঘুরতে।
ঘুম যে আমার সবচেয়ে প্রিয় চাইনা ক উঠতে
অলস আমি মোটেও না কঠোর পরিশ্রম করি;
মাটি কেটে করছি নদী গড়ছি বিশাল বাড়ি
সকাল বেলা উঠে দেখি আমি খাটে শুয়ে আছি!
মা ডাকছে ভাত খেতে আয় বোন বলছে উঠো
সারারাত ধরে ঘুমিয়েছ এখন কাজ গুলো কর!
বাবা বলে বাজারে যাও আমি যাবো না।
ভাই বলে হেঁটে হেঁটে যাবে গাড়ি ভাড়া পাবে না
তোরা সবাই শত্রু আমার কেউ ভালো না!
ঘুম আমার ভালো লাগে তাতেও হয় কষ্ট
কি করে খাবো আমি তাই ভেবে হই বিধস্ত!
আমি ছেলে অনেক অলস লোক সমাজে তা বলে
কোনো কাজের ধার ধারে না লেখা নিয়ে থাকে
কবিরা সব অলস ব্যক্তি এ বলে গাল মন্দ করে।
আমি তো ভাই অলস নই কাজে কর্মে আছি
লেখালেখি সোজা নয় তাতেও কষ্ট আছে।
মাথার ঘাম পায় পরে যায় লিখতে যে জন বসে
চুপ থাক তোরা মূর্খদের দল লিখতে কি তোরা পারো।
আমায় তোরা অলস বল কবিকে কেন বলো
কবি ছিলেন কাজী নজরুল বিশ্ব লেখার মাথা।
অজ্ঞ হলেও তোমরা জানো তার নামটি সেরা
রবি ঠাকুরের মতো তোমরা পাবে নাকো এই ধরায়!
বিশ্ব কবি হয়েছেন তিনি তার কলমের খেলায়।
অকর্মা হয়েছি আমি তাই লেখালেখি করি
এ ভাবেই শুয়ে শুয়ে আমি জীবন দেবো পাড়ি।
হাজার লোকের হাজার  কথা শুনতে আছি রাজি
লেখা তো আর ছাড়বো নারে যতই কষ্ট করি।