আর হবে না দেখা
কোন এক কুয়াশার ভিড়ে!
তুমি হারিয়ে গেছো
ল্যাম্পের আলোয় দাঁড়িয়ে কথা হবে না!
কথার ছলে রাগ-অভিমানের দেখাও মিলবে না।
নিস্তার গাছের মতো রয়ে গেলাম
আবারও হয়তোবা দেখা হতে পারে!
সহসা কোন এক ভিড়ের মাঝে ;
কথা না-ও হতে পারে
বেড়ে উঠতে পারে বুকের ব্যথা
কারণ জীবনের প্রতিটা পাতা
এক সময় ক্যান্ডেলাইটের আলোয়
সাজানো ছিল।
তাই স্মৃতির স্তম্ভ ভেসে আসতে পারে
তবে কারুর কোন লাভ হবে না
শুধুই যন্ত্রণার পাহাড় বয়ে আনা হবে।
তাই আমি চাই আর দেখা না হোক!
ঘন কুয়াশার মাঝে হারিয়ে গেছি:
হারানো "ই থাকতে চাই।
নিস্তব্ধতা পালন করে
জার বাতির রঙিন আলো আর
দেখতে চাই না।
নিবিয়ে ফেলা হোক;
নিভিয়ে ফেলো।