আমি ফিরে এসেছি এক ভয়ঙ্কর মৃত্যুর কবল থেকে
জানি না" কি পাপ করেছিলাম,, চলে যেতে চেয়েছিলাম এই সুন্দর পৃথিবী রেখে।
আমার প্রাণপ্রিয় লোকেরা আমাকে চলে যেতে দেয়নি;


তারা চায় আমি বেচে থাকি হাজারো বছর,,হাসি ঠাট্টা 'র" ছলে জমিয়ে রাখি এই সমাজ টাকে।
মৃত্যুর কি যে রূপ আমার দেখার ইচ্ছা ছিল খুব
তাই দেখে এসেছি এখন বুঝতে পারছি,, আসলেই খুবই কঠিন।


আমি এক অদ্ভুত ধরনের রাগি লোক,, মা বাবা কারো কথা না" সোনা একটাই রোগ।
আমার ইচ্ছে ছিল না" যে আমি বেঁচে থাকি মৃত্যুই আমার সক ছিলো।
আমি বুঝি না"কোনো বর্ণ,মানি না " কোনো ধর্ম,যদি ঠিক মানতাম!


তাহলে কি আর আত্মহত্যার চিন্তা মাথায় পুষে রাখতাম।
আমি চেয়েছি আল্লাহ তালার কাছে মাফ,,সে আমার উপার কখনোই করবে না" রাগ;
আমার আল্লাহ হে আল্লাহ আমাকে করো ক্ষমা!