মনে কেন জানি প্রেমের দোলা দেয়
উষ্ণ সুখে হাত ছানি দিয়ে রং বদলায়;
শীতের সংক্রান্ত রোদে বসন্তের জাগরণ
ফুলের গন্ধ চারপাশে থৈথৈ করছে।
কখন কোন সময় পুষ্প বন হবো
তুলে দিবো আকাশ সমান প্রেম;
সূর্যের ঢলে চাকচিক্যময় সামগ্রীতে
খোঁপায় বুনোফুলের দুল দোলাবো।
নিয়ে যাবো দূর বহুদূর কৃষ্ণ বনে
হরিণী পলকে শিমুল পলাশ রঙে মেতে উঠবে
ফুল হাতে দাঁড়িয়ে হাসি ভরা মুখে;
করবো বধুতে বরণ।