এই ভব সংসারে কি নিয়ে আছি,সবই মিথ্যা ;
সংসার থেকে কি নিয়ে যাবো, এটাই মূল সত্য :
কি রেখে এসেছি কি আছে আর কি বা পাবো
সংসার সংসার বলে আমরা কি না"করেছি।


আসলে এগুলো কিছুই না"মিথ্যের আহার
আমরা কি চাই আর কি নাই, সেটা ভাবিনা
সহজ ভাবে কিছু  বললে সেটা শুনি না"ভালো কি সেটাও গুনি না।


আমাদের মাঝে মিথ্যের বসবাস, করি মিথ্যাকে আরাধনা।
কেন বা কি কারণে সেটা কি একবার ভেবে দেখেছি!
আর কেনই বা দেখবো, সত্যকে আড়াল করে মিথ্যাকে জাগিয়ে দেওয়া এটাই তো আমাদের কাজ।


আমাদের জীবন ডিঙ্গি নৌকা, সাগরের বুকে চলা আমাদের সপ্ন।
সাগরের ঢেউ খেয়ে কূল হারা হয়ে স্তব্ধ হয়ে যাই তখন বুঝি ভব সংসার কি।
আমি আর সপ্ন দেখবো না" মিছে মিছে অকারণে।
এ জীবন যৌবন ঝরে যাবে অবিরত, পড়ে থাকবে এ বুকের পোড়া ক্ষত।


মিথ্যা আসা মিথ্যে ভালোবাসা টলমল করছে আজ।
শিশির বিন্দুর মতো ক্ষুদ্র জীবন খানি আমাদের
বিশ্বব্যাপী মিথ্যের নদী বন্দ হয়ে যাক;
এই ভব সংসারে শুরু হোক অবিরাম ভালোবাসা!
ক্ষুধার্ত পৃথিবী টাকে জানিয়ে দাও মিথ্যে চলে যাক
নয়তো বের হতে হবে সত্যের সন্ধানে, শুরু হোক।