গ্রামের ছেলে গ্রামে-ই মোরা হয়েছি বড় ভাই
সাধন ভোজন করেছি আমরা শহর গামী নই
ছোট্ট বেলা থেকে আমরা থাকি গায়ে পড়ে।


দুরে আমরা থাকি গায়ের মানুষকে ভুলে
যতই করি বিলাসিতা, করি বাড়ি গাড়ি
মৃত্যুর পরে কান্না কাটি করবে গায়ের মানুষ-ই
জানি।

শহর তো নয়"রে" আপন শহর হলো পড়
টাকা আমার কারি কারি গ্রামে-ই মোর ঘর
বাব দাদা"রা" হয়েছে বড় গায়ের মাটিতে
কত ছেলে মেয়ে সাঁতার কাটে নদী নালা খাল-বিলেতে।


বড় হয়ে আমরা সবাই যাই গ্রামকে ভুলে
কত আপন রয়েছে পড়ে গায়ের মাটিতে মিশে
দুই দিনের-ই বাবুগিরি সবই তো বন্ধ থাকবে।


ফিরে তোমায় আসতে হবে এই মাটির ঘরে
আমরা থাকি নিত্য কাঠি কতই না কষ্ট করি
তার পরে-ও বলি মোরা কত সুখে আছি।