ভিটে মাটি শেষ করিয়া অর্জন করিতে চাও শিক্ষা
তোমার হাতে তুমিই শেষ এখন করবে বসে ভিক্ষা
এ দেশে থেকে কি আর কপাল আছে,কপাল বিক্রি হয় অর্থের কাছে।
বাবার শেষ ভিটে খানা করিয়া বিক্রি করিলাম পড়াশোনা!
উপাধিপত্র হাতে নিয়া ঘুরি এখন সমাজের এক অবহেলিত কর্ম হারা পথিক হইয়া।
বাবার নাই  সম্পদ নাই ভিটেমাটি কোথায় যাবো কি খাবো, হয়েছি এখন সেই চিন্তাবিদ।
কি নিয়ে জন্মেছি, কি ভাগ্য আমার তাই ভেবে রাতে আসেনা নিদ!
বাবাও এখন বৃদ্ধ শেষ তার অর্থ করেছি আমি খরচ!
কত জাতি দেখেছি আমি, চিনেছি রঙিন ফানুস ;
হয়েছি আমি দিন-মজুরের ছেলে করেছি পড়াশুনা,
ছোট কাজ করতে গেলে সমাজ আমাকে করতে দেয় না:
অপমান আর লাঞ্ছিত মোরে, করে যায় এই সমাজ
বাবার সপ্ন ছিল আমি হবো ডাক্তার ইঞ্জিনিয়ার!
সেই আসা পূরণ হবে যদি দিতে পাড়ি দুমুঠো খাবার
টাই কোট পড়া লোকেরা আমায় দিতে পাড়ে কর্ম
যদি মেনে নিতে পাড়ি তাদের ওই মুখোশ পড়া কালো একটি ধর্ম।
এ দেশের শত শত যুবক অকাল মৃত্যুর মুখে ধষে পরেছে!
টাকাওয়ালা জ্ঞানী লোকেরা করে তাদের ভিটে ছাড়া
এখন কার সমাজে বেকার একটি কমন শব্দ হয়ে দাঁড়িয়েছে;
বাবা এখন মহা -চিন্তাবিদ ভিটে হারিয়ে ছেলে করলাম শিক্ষাবিদ।
যে টুকু ছিল জমি কৃষি আবাদ করে আন তো খানি
দেশে যত বেড়েছে শিক্ষার মান বেড়েছে তত বেকারত্বের হার।