সবাইরে সব কিছু দিয়েছো
দেও'নি শুধু আমাকে।
ভালোবাসি আমিও তোমায়
হাজার বলেছি তোমাকে।
অশ্রু দিয়ে পা" মুছেছি
বিনিময়ে কি দিলে
দুঃখ ছাড়া এ বুকে।
পাপ করেছি ভুল হয়েছে
না-জানা কত অন্যায়।
মসজিদ ভেঙে পতিতা বানিয়েছে
তাদের দেও প্রশ্রয়।
রাগ উঠে যায় তোমার সনে
বেদনাদায়ক কর্মে।
কি পেয়েছি তোমার থেকে
এই সাধনার ধর্মে।


মোহাম্মদপুর, ঢাকা।
০২.০০ মি.