অর্থ থাকলেও হয়না কোরবানি
দেয় না কারোরে দাম
সম্মান রক্ষাত্বে একটা গরু
লোক দেখানো কাম।
কলিজা টা আগে বের করো
খেতে হবে নান।
মাথার মগজ কেউ ধরবা না
নিজে নিজেই ঘরে নিয়ে যান।
গোশত বেশ ভালোই হয়েছে
দেখতে ও ভালো লাগে
ঘরের ফ্রিজ নিজেই ভরে!
ইচ্ছে মতো রান্না করে
দুই এক টুকরো গরিব কে দিয়ে
তাড়াতাড়ি ভাগে!
কসাই বিল বেশি চেয়েছে
মাংস তাতে কম দিয়েছে
যাকাতের খবর নাই।