আপন গৃহ ত্যাগ করে নব দুয়ারে পা
মায়ায় উতলা মিলিত সঙ্গ ছত্র;
তুফান ভুবনে তারায় সন্ধিণ নবয়ান
ক্ষনশ্বর মানব চন্দ্রমুখী হয়ে আলোজ্জ্বল মন।
চির নয়নে দুয়ারে দুয়ারে ভিক্ষু যাজক!
পাঠশালা মোর নবীন জনম
সপ্ন পুঁতিল পাতাল গুহা ভেদ।
পাদ্রী দলের সঙ্গ তরে পাগলে ভরে পেট
কমল মনে হৃদ্যতা উঠে নতুন সাঁঝে রোজ!
ছায়া কেবল সঙ্গী হয়ে ;
অন্যের রাখে না খোঁজ
আপন শত্রু আপন মিত্র !
কলা পাতা গৃহ বধূ হত্যা হয় না শেষ।