তুই বলেছিলি
আমি না থাকলে তুই নিভে যাবি
আজ তুই উজ্বল,
আর আমি ছাই হয়ে বাতাসে।

কথা রেখেছিস,
কারণ তুই নিভিসনি
আমি হারিয়ে গেছি।