এ কেমন স্বার্থপরতা কোলাহল যুক্ত মন
চারদিকে শূন্য আকাশ ধূ-ধূ পথসভা
কাছে এসে নীলাদ্রি মেঘ ছায়ার পথযাত্রা
ঘুমন্ত সুরে যত্নের স্বরে মায়াময় দারুণ ধোঁকা।
আমি স্বজন হারা সঙ্গী পেলাম আচমকা ছায়া
ধোঁয়াশার বেশে সুহৃদ আশে সান্ত্বনা দিতে
তবুও চরণে হাত বাড়িয়ে নেয় কৃপার কাফন
মিটে না সাধ আহ্লাদ করার দাসী নিমন্ত্রণ।