ঘোর অন্ধকারে অজ্ঞাত এক ভামিনীর দেখা
বচনে বুজাইয়া দিলো উপদ্রব হওয়া তার খেলা
দৈন্যের সাথে কাটিয়েছি জীবন বাবার সংসারে।
স্বামীর সাথে হয়েছে দেখা বাঘের কুশলে!
অদম্য মনোবলে বেঁচে আছি এতো টা জীবন
ভালোবাসা পাই নাই আমি,করে নাই কেউ আপন
নিরুপায় হয়ে বেরিয়েছি সেজেছি মিথ্যের কাঙ্গাল!
আমি বলিলাম আপনি এসেছেন ক্রন্দন অবস্থায়.;
কোথায় যাবেন কি খাবেন ভেবেছেন এই তমসায়
যদি থাকিতেন নন্দিনী লোকে আপনাকে দেখে বলতো সর্বহারা অভাগিনী।
লাজ সরম ভেদ করে হয়েছে এখন নিজ গৃহে দাশি
ওহে বাবু সাহেব আপনার বানী শুনে মনে হলো মস্ত বড়ো এক জ্ঞানী:
কিন্তু আমি যে এক হতভাগা, বিনা কারণে হয়েছি চোর সব্যস্থ!
ছাড়ি নাই ঘর আমি স্ব ইচ্ছায় মিথ্যে দোষ দিয়ে করেছে বিদায়।