অপেক্ষা খুব ছোট্ট একটা শব্দ;
আবেগী শব্দের আহরণে এটাই প্রথম!
এর ভিতর লুকিয়ে আছে কত সুখ দুঃখ কষ্ট
স্নিগ্ধ মায়াময়ী প্রেমের অধরাই যেন এই শব্দ!
যে শব্দের মাঝে মানুষ জন্ম-জন্মান্তরের সুখ খুঁজে পায়।
খুব যন্ত্র করে আগলে রাখে এই অপেক্ষা ;
আমিও রাখি প্রিয় জনকে পাওয়ার জন্য এই শব্দই কেবল আমার সঙ্গী।
সেই ছোট্ট বেলা থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে
হাতের ছোঁয়া পাইনি!
দীর্ঘশ্বাস নিয়ে যুগ যুগ ধরে বয়ে চলছি এই শব্দ।
অপেক্ষা যেন জীবনের এক মৌলিকত্ব অংশ!
বৃষ্টির মতো ঝরে ঝরে পড়া ফুটন্ত কল্পনীয় আশ্বাস।
আলোর স্রোতে বয়ে চলে স্নিগ্ধোজ্জ্বল প্রেম রেখা;
রাস্তার ধারে নীল প্রজাপতি উড়ছে মধু সংগ্রহে রয়েছে নিমিত্ত।
আমি এই বসন্ত মাখা শব্দের গহীনে হারিয়ে গিয়েছি!
মানুষ ভালোবাসার টানে প্রেম সাধনে সিক্ত গহনে;
তেমনই তার অপেক্ষায় যুগ যুগ না শতযুগ ধরে অপেক্ষায় থাকবো।
জীবনের শেষ অব্ধি নয়ন মেলে তাকে দেখার পোলো"বন রাখবো!
এই শব্দই আমার চিরন্তন সঙ্গী,,
পৃথিবীর বুকে ভালোবাসা নিয়ে অপেক্ষায় বেঁচে আছি!
অপেক্ষা তোকে খুব ভালো বাসি।