বহু বছর ধরে দেখা হয় না
আমার মন উতলা হয়ে গেছে একটি বার দেখার জন্য ;
সেই নিস্তব্ধ নির্জনতা কোলাহল মুক্ত শেষ প্রহরে
গানের সুরে নৃত্য করতে প্রেম সাধনের মনে।
আমি পলকহীন দৃষ্টিতে নির্দ্বিধায় তাকিয়ে থাকতাম
মনে পড়ে সে কথা
উঠোনে দাঁড়িয়ে হাসি মুখে ইশারায় বলেছিলে
পুকুরের ওপারে জঙ্গলের কোণায় কথা আছে।
গোধূলি লগ্নে চুপিচুপি ভয়ে কাঁপতে কাঁপতে হাজির হয়েছি!
অনেক কথা হলো।
সে কথাটি আজও জানা হয়নি
কতবার ফোন দিয়েছি রাতের পর রাত অপেক্ষা করেছি
কোনো কিছুতেই হৃদয়ে নেশা মুছতে পারি নাই।
আজও কাঁদায় সেই অজানা কথা
বার বার দেখতে ইচ্ছে হয়
শুনতে ইচ্ছে হয় সেই গোপন কথা।
গাছের ছায়া তলে বসে মাটি মাখা দিনে ফিরে যেতে মন চায়
দেখতে চাই গাঁদা ফুলের গন্ধ শুঁকে গাছ ভেঙে ফেলতে!
আর একটি বার দেখার অপেক্ষায় আছি।