তোমাকে পাবো না এটা আমার অনেক আগে থেকে জানা।
তার পরেও হঠাৎ কেন জানি ভালোবেসে ফেলেছি এগুলো জেনেও;
তোমার দিকে চেয়ে থাকি ঐ দূর থেকে
এতোটাই দূরে যেখানে মানুষ বুঝতে না পারে
তোমার তো আবার লোকের ভয়!
ঘোমটা র আড়ালে থেকে প্রেম করতে চাও
নির্জনে বসে কথা বলতে চাও
তাই আমি তোমার কথা মতো চলি।
কিন্তু এভাবে লুকায়িত থেকে লাভ কি ;
তোমাকে তো পাবো ই না।
তুমিই বা কেন আমাকে এতো আকীর্ণ করছো
আমার ক্ষতি তুমি কেন চাচ্ছো
রাতের আঁধারে জ্যোৎস্নায় আলোয় কত বার বলেছি
আমায় তুমি ছেড়ে যাও না-কি আমি তোমায় ছেড়ে যাবো।
তুমি এক কথায় না বলে দিলে পারবো না ;
নিশ্বাস বন্ধ হয়ে মারা যাবো তোমায় না দেখে
তোমার কি হবে সেটা আমি জানি না
কিন্তু আমি থাকতে পারবো না
তোমায় ভুলে।
আসলে এসব ভালোবাসা একটা মোহ মোহিত
শুকনো পাতার মতো জড়ে যায় পড়ে থাকে মায়া
আমি জানি তুমি আমায় এখনো পর্যন্ত জীবনের দামী স্থানে রেখে দিয়েছো।
এসব দিয়ে কি হবে পাবো না তো তোমায়
আমি হাজার বার লক্ষ্য বার বলি ভালোবাসি অনেকটা ;
তার পরেও পাবো না পাবো না আমি তোমায়।