ওগো প্রিয়া তুমি কি দেখনা আমার হাসি
তুমি কি শুনোনা আমার বাঁশরীর বাঁশি!
পাঁজরে পাঁজর নয়নে কপোল দেখি দূর একা নিশি
সন্ধ্যা তারার ক্ষন অবরণ পড়েছে আলো!
ঘুমন্ত পথিক জেগে উঠে আমার বাঁশির সুরে
তবুও কি তুমি আমায় বাসনা ভালো।
কখন কি ভেবে চেয়েছি ঐ রূপে
পলকে ঝলক দিয়ে চেয়ে থেকেছি ঐ কৃষ্ণ কেশে!
নীড়ের ধারে দেখি অপলক চেয়ে চেয়ে ঐ আঁখি পানে।
রমনির শোকে মলিন মুখে স্তব্ধতার বেশে আছি।।
ওড়নার ভাজে লুকোচুরি করে ইশিতার বীণা হাতে
তানপুরায় শব্দ তুলে দ্বীপ জেলে আধারে!
আমি বাঁশির সুরে প্রেম তরঙ্গে বাসনায় জড়াবো
প্রিয় প্রিয়া জোৎসায় সঙ্গী উঠোনে বসে থাকবে কি?
চন্দ্র ভালে এসে পড়বে রশ্মির সন্ধি।
মোমের আলোয় ব্যথা নিবারণ হবে চোখ মেলে
গানে গানে রাত ফুরবে তোমার মধুর কণ্ঠে!
চেতনার ছলে আঁখি ফিরবে না ঐ রাধার আদলে
কূজনে চারপাশ ধ্বনিত সৃষ্টি হবে
সঙ্গতায় অঙ্গ সাজাবে অলংকারের।