আজ শূন্যতায় ঘিরে রেখেছে
বুকের মধ্যে খানে বেদনা পাহাড় বেঁধেছে।
কি বিরল প্রজাতির উদ্ভব হয়েছে!
চারদিক থেকে শুধু কান্নার শব্দ শুনা যায়
ভেজা চুলোয় আগুনের দাহ্য বেড়ে গেছে;
এক বিস্ময়কর ক্ষমতার প্রভাব!
পৃথিবী জুড়ে যেন দীর্ঘশ্বাসের চাপা কান্না
মরুভূমিতে জলের অস্তিত্ব খুঁজে পায়!
এটা কোন নদীর প্রবহমান গতি।
অসম্ভব সম্ভবে পরিণত হয়!
আজ যত অলৌকিক কান্ডে।
মানুষের দুঃখ বেড়ে ওঠে
হাহাকার হাহাকার আর বিষন্নতা কলরব
ঘন কালো মেঘ ভরে গেছে!
কুয়াশা মুক্ত নীল আকাশটায়।