চোখের নেশা যেন আলো-আঁধারের খেলা,
তোমার হাসিতে নেই আজ মধুর মেলা।
মায়ার ব্যথা ভুলে থাকি তোমার চোখের মাঝে,
বিজন সন্ধ্যায় খুঁজি শুধু ছায়া তোমার সাজে।
সুখের পাখি আজ উড়ে যায়—
বকুল-কদমের নীরব বুক ছুঁয়ে ।
করিডোরে আর বাজে না তোমার পায়ের ধ্বনি,
সেই প্রতীক্ষা কেবল আজ নিঃশব্দ বাণী।
হাতে হাত রেখে হেটে যেতাম যে পথ,
আজ শুধু স্মৃতির পাতায় ভেসে উঠে।
রাস্তায় পাশাপাশি বসে, কাব্যের ছলে— মিলতো যে গানের সুর,
আজ তা মিশে হয়েছে সময়ের ধুল।।