দিদি তোর কাছে আমায় থাকতে দেনা একটু
তোকে কতো ভালোবাসি তা যদি তুই দেখতি।
ছোট্ট বেলায় আমারে তুই কত আদর করতি
বলেছিলে আমারে তুই সারাজীবন তোর কাছে রাখবি।


একই মায়ের সন্তান আমরা রক্ত আমাদের এক
এখন কেন পর ভাবিস দিদি একবার ভেবে দেখ।
দিদি তোর সাথে আমি যেতাম নদীর ঘাটে
তোরে আমি দিতাম দিদি বকুলের মালা গেঁথে।


দিদি তোরে ছাড়া আমি থাকতে যে পারি না
আমাকে তুই গেলে ভুলে কি এক কারণে।
বাবা মা মরার পরে  পেলাম আমি তোকে
সেই দিদি  এখন তুই আমাকে গেলে ভুলে।


দোয়া করি তোর জন্য দিদি  থাকিস তুই সুখে
তোর সৃতি রাখবো আমি এখনো বুকে তুলে।
দিদি এখন আর কারো জন্য গাঁথি না"ফুলের মালা
এমন দিদি  যার ই আছে সে বোঝে কত জ্বালা।