কোথায় আমার সবুজসাথী
কোথায় দোয়েল, কোয়েল
কৃষ্ণচূড়া, শিমুল এরা
কোথায় মায়ের পায়েল!


অজগর ঐ আসছে তেড়ে
ব্যাঙের মাথায় জ্বর
চয়নিকা বইটি আমার
কে করেছে পর!


কোথায় গেলো হিজল-তমাল
বেতুই বনের ধার
থোকায় থোকায় জোনাকছিলো
গল্প-দীঘির পাড়!


বইয়ের বচন উল্টে গেলো
শীত-বসন্ত নাই
পরীবিবির রূপকথাও
ডিজিটালে চাই!