মিছেই জীবন কেবলই হচ্ছে অপচয়  
জানলাম না আজও নিজের পরিচয়!


কোথা ছিলাম, আসলাম কোথা ভবে
কেন আমায় মানুষ নামে ডাকে সবে!  


বেলা শেষে আবার কোথা যাবো চলে
এসব কথার জবাব কেউ নাহি  বলে!


সারাদিন মাথার উপর ডাকে দাঁড়কাক
রাত গভীরে শোনা যায় শেয়ালের ডাক!


সন্ধ্যার ছায়া নামে এই জীবনের হাট
উলুবনে ছড়িয়ে আছে মুক্তোর ঘাট!


বাল্যশিক্ষা এখন দেখি পুরোটাই পিছে
ষোল আনা জীবনের চৌদ্দ আনা মিছে!