আমার কাঁচভাঙা শহরে
আজ চাঁদের জোছনা মেখে
দৌড়েছে নেংটো ইঁদুর,
দখিনা বাতাসের শিকল
যে কেউ বাঁধতে পারে,সবাই
ছিঁড়তে পারে না; যতোটুকুই
সুখ বৃষ্টি ছুঁয়ে দেয় পাপ,
সেখানেই আমি শৌখিন
গ্যালারিতে সাজানো সুখ
দেখি, অতঃপর -------
আরশির সামনে লীন হয়
সভ্যতার কফিন -----!!