তিনদিন হয়ে গেলো পোয়াতি মেঘের দেখা নেই
আড়মোড়া ভেঙে জেগেও উঠিনি আমি  
নিরীহ প্রজাতির প্রাণী, যে যেমন ইচ্ছে লুটে নিচ্ছে
চেনা উত্তরীয় সুখ, আর আমি সমানে টেনে যাচ্ছি
ঘানি, ভোর না ফুটতেই নুন নেই, এর কিছুক্ষণ পর
চুন, এভাবেই চলছে ভুঁইফোঁড় জীবন!


সাক্ষ্য আর বাক্য কোনোদিন এক করতে পারিনি
অথচ
কালের লণ্ঠন হাতে বড়ো বড়ো কথা বলি; কেউ
আমাকে বুঝতে পারেনি
আমিও বুঝাতে পারিনি বিবিধ কবিতা
দেনার দায়ে কতো বেচে দিয়েছি নগদ সুখ,
অপ্রকাশিত কবিতার চাঁদমুখ;
তবুও
এ জীবনে কারো জোয়ারের সাথী হতে পারিনি!!