অসহায় ভাষার হাড়-মাংস চিবিয়ে নয়, গিলে খেতে
চেয়েছিলো ঠুমরী বাতাস, ফ্যাশনের হাত আজ কতো
লম্বা, তার দিনও ফুরোয় না, রাতও না;
গায়ে গায়ে লেপ্টে থাকে  কামনার শতরঞ্জি, ঠোঁটের
ভেতর ঠোঁট ভিজিয়ে রাখে বেসুরো সময়; থুতুনি
বেয়ে নেমে আসা রক্ত নৈমিত্তিক ছুটির দরখাস্ত দেয়;
ছুটি পায় না, দু’পক্ষই নিষিদ্ধ খনিজের সন্ধানে আহরণ
করে বিকল্প সম্পদ!


যে দেখে সে-ই লজ্জা পায়  
আর যে দেখে না সে আফসোস করে মরে এই শীতেও
জল ও জঙ্গলের ক্ষেত্রফল!!