লিখতে বসে লিখবো কি তার খাই খুঁজে না পাই!
এই দেশেতে লিখার মতো টপিক তবে নাই?


টপিক আছে, টপিক টা অফ, লিখতে গেলে বাস!
লেখার পরে জবাব দিহি, নাকি গো জেল ফাঁস?


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিনতে নাভিশ্বাস!
দেশটা নাকি বেহেস্ত খানা, আর তবে কি চাস?


বোকা তোরা বুঝিস না কেন, আমরা অনেক সুখী!
তিন টাকা আয় ছয় টাকা ব্যয় দুঃখ কি তা বুঝি?


আইন টা আছে, লোভ দেখানো, প্রয়োগ যে তার নাই!!
জনগণ কে জবাব তবে, কে দেবে তার ভাই?


বিরধী দল করবে মিটিং, হামলা করে দে!!
হামলা করে মামলা সাজা করবে কি বা কে?


রাজনীতি মোর মাথার উপর, মাথায় ঢুকে না!
ছোট মানুষ বড় বিষয় বলতে ও চাই না!!


তবে বাছা দিচ্ছো কাছা দেশের অর্থ লুটে!
বেগম পাড়ায় বেগম জান তো আছে ভারি সুখে!!


দেশের অর্থ লোপাট করে, বাড়ছে দেনার দায়!
পোষাক বেঁচে, ঘাম খাটিয়ে, কয় টাকা আর আয়?


প্রকল্প ব্যয় বাড়ছে ভারী, কাজে লবডঙ্কা!
দেশটা এবার সিঙ্গাপুর নয়, দেখবে শ্রীলঙ্কা!!


এসব কথা বলতে বারণ, কেন বা চাইবে জবাব?
তোমরা তো ভাই বেহেস্তে আছো, কিসের এতো অভাব?