তুমি মায়াবতী,তুমি মহীয়সী,
তোমাতে হেরেছি প্রাণ, সঁপেছি জীবন!


তুমি বক্ষ কোণে প্রতিক্ষণে গেয়ে চলেছো গান,
তোমার গানে, আমার মনে অনুভূতির উথ্যান!


তুমি চাঁদের আলো,
বাসতে ভালো,চেয়েছে পরান!


তুমি সেই শিশির ভেজা শিতের প্রভা,
যে রবির আলোয় স্নিগ্ধতা ছড়ান!


তুমি ভালোবাসা মোর, জীবন বায়ু,
বেচে থাকার করন!


তুমি তটিনী জীবনের,
তোমার স্রোতে ভাসাবো যৌবন!


তুমি সাঁঝের সবিতা,আমার কবিতা,
বক্ষে রাখিবো যতন করিয়া,জীবন মৃত্যু পণ!