জানো?
স্বপ্নের মত আগমন তোমার
         আমার জীবনে।
আমার আটকে রাখা সুখগুলো
   যেন ডানামেলে উড়তে শুরু
     করলো তোমার জীবনে।
তখন ভাবতাম কষ্ট বলে কিছুই
            নেই পৃথিবীতে।
কিন্ত তাই কি হয় কখনো?
সুখের পিছনে তো লুকিয়ে
      থাকে বুকভরা কষ্ট।
দেখছো ভাগ্যের কি পরিণতি?
তোমার চাদরে মোড়ানো
ভালোবাসা আমাকে অন্ধ করে
               রেখেছিলো।
তাই কখনো কষ্টের কথা
              ভাবিনি।
জানিনা এই কষ্টের শেষ
              কোথায়।
              কিন্ত দেখো,
সেই কষ্টের সাথে নিজেকে
        মানিয়ে নিয়েছি।
এখন আর সুখের খোঁজ করিনা।
          কারন আমি জানি!
সুখ কখনো একা চলতে
              পারেনা।
তার পেছনে চলে বেড়ায় কষ্ট!
তাই কষ্ট নিয়ে বেঁচে আছি।
আমি আর স্বপ্ন দেখিনা।
         কেন জানো?
               কারণ,
স্বপ্ন দেখতে লাগে একটা
          সুন্দর ঘুম।
                কিন্ত,
সেই ঘুম আজ আমার চোখে
                    নেই।
                   জানো,
এখনো প্রতিরাতে তোমার দেওয়া
     সেই গল্পের বইগুলো পড়ি।
বইয়ের প্রতিটা পৃষ্টায়ই তোমার
           স্পর্শ খুঁজে পাই।
এখনো মনে হয় তুমি পাঁশে
    বসে আমাকে দেখছো।
কিন্ত আমি তোমাকে দেখতে
  চেয়েও দেখতে পারছি না।
    কি করে পারবো বলো?
তুমিতো চলে গেছো না ফেরার
                     দেশে।
সেখান থেকে তো কেউ
চাইলেও ফিরে আসতে
           পারে না।
                 আমি জানি,
সেখানে তোমার কোন কষ্ট নেই।
আমাকে বলেছিলে,
তুমি যেখানেই থাকো আমাকে
             ভালোবাসবে।
                        তাহলে  
তুমি কি আমাকে এখনো ভালবাসো?
আমি জানি তুমি আমাকে ভালোবাসো!
                   চিন্তা করোনা,
যতদিন বাঁচবো তোমার স্মৃতি
              নিয়ে বাঁচবো।
রাতে ছাঁদে এসে আকাশের
ওই তারার দিকে তাকিয়ে
থাকবো তোমার অপেক্ষায়।
         ভালবাসতাম!
          ভালোবাসি!
          ভালবাসবো!