হে মহান সৃষ্টিকর্তা,
তুমি সৃজিলে প্রেম,মহব্বত,ভালোবাসা,
ক্ষণিকের আয়ুতে পরীক্ষায় তবো ফেলেছো মোদের,
ভাবি নিঃস্বার্থ আর নিরাশা।
পাজর থেকে যদিও সৃজিলে করিয়া অর্ধাঙ্গীনি।
দুটি শূন্যের হৃদয়ে কাছাকাছি করে নিয়ে এসে করেছো চিরঋণী।
তবুও কেন?
আজ প্রশ্নের জন্য এমন বিরহ বেদনা।
অর্ধাঙ্গীনির বিরহে হৃদয় হাহাকার,
প্রভু কে দিবে বিপদে মোরে সান্তনা।
কি দোষে প্রীতির আঙ্গিনায় ফেলেছো বাবলা কণ্ঠক?
ভুল ভেবে দূরে রেখে মিথ্যা ভাবলে কেনই সত্বর আচারক।
তুমিতো বলেছিলে প্রেম ভালোবাসা সবই আমার সৃষ্ট।
মানব মানবীর স্বর্গ প্রেম ধরার মাঝে উত্তম উৎকৃষ্ট।
যা খুঁজে পাওয়া হয়নি হৃদয়ের মাঝে প্রীতির ছায়া।
পরিশেষে ভুলে যাওয়া প্রেম,নিরাশা আর ক্ষণিকের মায়া।