শুধু একটি নারী কে দেখেছিলাম আমি পুরো মহাবিশ্ব জুড়ে
কুয়াশার বুক চিরে শিশির ভেজা ডিসেম্বরের শহরে।


কেবল একটি নারীর প্রেমে-ই পড়েছিলাম আমি নিঃশব্দে
সোডিয়াম বাতির আলোয় দেখেছি কেবল একটি নারী কে।
সে নারী একান্ত-ই আমার, তাঁর হৃদয়ে বন্দি আমার আত্মা
আমার আত্মার বাস তাঁর হৃদয়ে, আমি এখন আত্মা হীনা।


এ মহাবিশ্বের কেবল একটি নারীকে-ই আমি ছুঁয়েছিলাম
মুগ্ধ নয়নে তাঁর কারুকার্যময় চোখে চোখ রেখেছিলাম।
এখনো আমার দেহের প্রতিটি কোষে সেই নারীর উষ্ণতা
মস্তিষ্কের ধূসর স্মৃতিতে অস্তিত্বশীল তাঁর প্রতিটি ছোঁয়া৷


একটি নারীর দেওয়া গোপন চিঠি পকেটে পুরেছিলাম
ভালোবাসি কথাটি কেবল তাকেই সহস্রবার
বলেছিলাম।
তাকে জাপটে ধরে শুষে নিয়েছিলাম সমস্ত উষ্ণতা তাঁর
মুহূর্তে দূর করে দিয়েছিলাম সব অন্তরালের কাঁটাতার।  


কেবল সে নারীর জন্য কবিতা লিখেছিলাম ডায়েরী জুড়ে
সবুজাভ বসনে দেখেছিলাম যারে ডিসেম্বরের শহরে।