জীবনানন্দের মতো আমিও ফিরে আসতে চাই
বাংলার সবুজ ঘাসের চাদরে ছাওয়া মাঠে,
শেষ বিকেলের পশ্চিম আকাশে মিইয়ে যাওয়া
সূর্যের মতো-ই শিশিরের রাজ্যত্বের ক্ষণে সর্ব
শক্তি দিয়ে আবারো জেগে উঠবো, হবো মৃত্যুঞ্জয়ী!
জানিনা সেদিন আবারো দেখতে পাবো কি-না এই
বাংলার ধানে ভরা মাঠ আর ঘাসের চাদর।
হয়তো পাবো না; আকাশচুম্বী অট্টালিকায় ভরে
উঠবে এই বাংলার উর্বর স্তন, জোছনার
তীব্র আলো পৌছবে না আমার ভাঙ্গা টিনের ফাঁক
দিয়ে, আকাশ টা সেদিন দূষণে মেঘাচ্ছন্ন রবে!
ভোরের স্নিগ্ধ বাতাসে হয়তো সেদিন বারুদের বিচ্ছিরি দূর্গন্ধ পাবো,যান্ত্রিকতা মহামারী হয়ে
ছড়িয়ে পরবে; কবিতা কি বেঁচে থাকবে তখনো?


যদি আমার এই ক্ষেপাটে চিন্তা গুলো কোনো ক্রমে
ঘটে যায় , তবে যেনো আমার পূনর্জন্ম না হোক।