ধরো আমরা দু'জন মহাকাশযানে,
অসীম বিস্তীর্ণতা আমাদের সামনে।
নক্ষত্র দেখে যেন ফুরসত মেলে না,
দু'চোখে অসীম নক্ষত্রময় শূন্যতা।


তখন তুমি আমার দিকে চেয়ে বলবে,
আহ্ এভাবে কি তুমি দেখছো আমাকে?
হয়তো তখন আমি হেসে উঠতে পারি;
দুচ্ছাই!.. কিভাবে যে আমি তোমায় বলি!
______________________


"এ মহাবিশ্বের সব বিশালতা যখন
তোমার স্তব্ধ দু'চোখে, আমি তখন    
কেমন করে অন্যদিকে তাকাই বলো?
নয়নে এতো অসীম বিশালতা কেন?


তোমার দু'চোখে চোখ রেখে-ই পাই না
কিনারা, সেখানে এই ক্ষুদ্র বিশালতা
আমায় ছুঁয়ে যেতে পারবে কি কখনো?
প্রিয়, তোমার চোখ এতো অসীম কেন?"